ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১১:৫১ এএম
বনানী থানা । ছবি- সংগৃহীত

রাজধানীর বনানী ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং নিয়মিত এই বারে যেতেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথাকাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

ওসি আরও জানান, রাব্বি বন্ধুদের সঙ্গে বারে অবস্থান করছিল এবং কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।