রাজধানীর কদমতলীতে গভীর রাতে এক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ২টায় ১০তলা ভবনটির ৭ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে কদমতলীতে ঘটনাস্থলে পৌঁছে যায় দুটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৩টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।
কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম বলেন, খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছান। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, এসির লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন