রাজধানীর কেরানীগঞ্জ মডেল টাউনের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
অসুস্থরা হলেন—মোহাম্মদ মামুন (৪৫), তার স্ত্রী লাকি আক্তার (৩৮), ছেলে মিহাদ (১৬) ও সিয়াম (১২)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,‘কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় চারজনকে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে আমরা ইনহেলেশন বার্ন (ধোঁয়া শ্বাসজনিত সমস্যা) এবং বাকি তিনজনকে সম্ভাব্য ইনহেলেশন বার্ন রোগী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। বর্তমানে তাদের হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
তিনি বলেন, আক্রান্তদের শ্বাসকষ্ট ও শ্বাসনালীতে জটিলতা এড়াতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।