ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৩:০৫ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে ডেমরার সারুলিয়া এলাকায়ম এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন সিলেট সদরের লাকাইদ গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি পরিবার নিয়ে ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকতেন।

ইমনের বাবা জানান, ছেলে এলাকায় ছোটখাটো ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। শুক্রবার দুপুরে সারুলিয়া বাজার এলাকার একটি বাসায় বিদ্যুতের তার মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।