ঢাকায় অবস্থানরত রংপুর জেলা ছাত্র ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল ছাত্র সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাওকির হাসান।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি সমাজ ও জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে। রংপুর জেলার শিক্ষার্থীরা যাতে ঢাকায় থেকেও একে অপরের পাশে থাকতে পারে, সেজন্য এ ফোরাম কার্যকর ভূমিকা রাখবে বলে মত দেন সবাই।
সভায় উপস্থিত ছিলেন, মীর মেহেদী হাসান মাসুদ, হুমায়ুন রশিদ, রুহুল আমিন পারভেজ, মেফতাহুল হুসাইন আল মারুফ, মাহমুদুল হাসান, গোলাম মোস্তফা, আহসান হাবীব প্রমুখ।
বক্তারা আরও বলেন, রংপুর জেলার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে হলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষা ও গবেষণায় এগিয়ে গিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখাই হবে রংপুরের শিক্ষার্থীদের প্রধান অঙ্গীকার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন