রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ অজ্ঞাত পরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে রাত ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক জানান, রাতের বিভিন্ন সময়ে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, প্রথমে রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ফুটপাত থেকে আনুমানিক ৫৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে প্রায় ৪০ বছর বয়সি এক পুরুষের মরদেহ পাওয়া যায়। পরে রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের (বয়স প্রায় ৪০) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, তিন মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা কিংবা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রত্যেকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন