আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সপ্রবাসী লেখক ও সমাজসেবক কাজী এনায়েত উল্লাহ।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তার ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যানের ভাগ্নে। তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে অবস্থান করলেও বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছেন।
লেখক হিসেবেও তিনি পরিচিত। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- বিশ্বপ্রবাস (শব্দশৈলী, ২০১৯), উপন্যাস- ভালোবাসার রূপান্তর (প্রথমা প্রকাশন, ২০২০) এবং সময়ের প্রেক্ষিতে (প্রথমা প্রকাশন, ২০২৩)। গ্রল্পগ্রন্থ—নিরুদ্দেশ (প্রথমা প্রকাশন, ২০২২) এবং প্রত্যাশা (অন্যপ্রকাশ, ২০২৩)।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মানবিক কর্মকাণ্ডের জন্য কাজী এনায়েত উল্লাহ আসন্ন নির্বাচনে আলোচিত প্রার্থী হয়ে উঠতে পারেন।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দলীয় প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দলও প্রার্থী চূড়ান্তের প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন