জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় বলে মন্তব্য করে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মদীনার ইসলাম মানি, তারা (জামায়াতে ইসলামী) মওদুদীর ইসলাম মানে।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দাওয়াতুল ইহসান’ আয়োজিত কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুনগরী বলেন, অতীতেও বহুবার ঐক্যের ডাক দিয়েছি। কিন্তু এখনো সে পরিবেশ তৈরি হয়নি। ইসলাম ও ইসলামের মূলধারাকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত। এটি ইসলাম ও জাতীয় স্বার্থবিরোধী।
জামায়াত প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে হেফাজত আমির বলেন, মওদুদীর গোটা জীবন কেটেছে সাহাবিদের বিতর্কিত করার কাজে। বিশ্বের শীর্ষ উলামাদের মতে, জামায়াতের ইসলাম মদীনার ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মওদুদীবাদ ইসলামের ভেতরের এমন এক ফেতনা, যার ভয়াবহতা কাদিয়ানিবাদের চেয়েও বেশি।
দাওয়াতুল ইহসানের সভাপতি আল্লামা আবদুল আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে পাকিস্তানের আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন