ঢাকা–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কদমতলী থানার ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে ভোটারদের কাছে সমর্থন চান।
স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় এলাকাজুড়ে স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়। গণসংযোগে তিনি সাধারণ মানুষের নানা সমস্যা ও দাবি শুনে সমাধানের আশ্বাস দেন। আলমবাগ, খন্দকার রোড, জুরাইন মুন্সিবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেন।
বিকেলে ৫৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। জুরাইন, ঋষিপাড়া, মিষ্টির দোকান, কমিশনার রোড হয়ে চেয়ারম্যানবাড়ি এলাকায় লোকজনের সঙ্গে কুশল বিনিময় ও সমস্যার কথা শোনেন বিএনপির এই প্রার্থী।
গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক হুসেন মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বিকেলের গণসংযোগে যোগ দেন থানা বিএনপির আহ্বায়ক আবু নাসের ফকির, প্রথম যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম বাবুল ও ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু।

