রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলার জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. বাবলু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গুরুতর অবস্থায় ওই বাবলুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা জানান তিনি আর নেই।
বাবলু শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। বাবলু ওই এলাকায় চা বিক্রি করতেন বলে জানা গেছে। তিনি এক মেয়ে, এক ছেলের পিতা ছিলেন।
রাজধানীর শেরেবাংলা থানার আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকানকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. বাবলু (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু। নিহত ফুটপাতের চা বিক্রেতা।
নিহতের আত্মীয় আব্দুর রউফ জানান, আগারগাঁও তালতলা জনতা হাউজিং গেটের সামনে একটি টং দোকানে চা বিক্রি করতেন বাবলু। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের কয়েকজন এসে বাবলুর দোকান উঠিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। বাবলু বাধা দিলে প্রতিপক্ষের রবিউল নামে একজন লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন