কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষকে শিক্ষার্থী কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে দফায় দফায় শ্লোগান ও মিছিল হয়।
জানাগেছে, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ আক্কাস আলী শেখকে নিয়োগ না দেওয়ার জন্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্জিনিয়ার রুহুল আমীনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে স্মারক লিপি প্রদান করেছে। নিয়োগ প্রত্যাশি আক্কাস আলী শেখ বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার কারনে তিনি স্বৈরাচার সরকারের রাজনৈতিক মুখপাত্র এবং তিনি টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ ঢাকা থেকে ডিমোশন পেয়ে কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনিষ্টিউটে অধ্যক্ষ হিসেব নিয়োগ পেতে যাচ্ছে। তাকে কুষ্টিয়াতে নিয়োগ না দেয়ার জন্য আন্দোলন করে ছাত্র শিবির, ছাত্র দল ও স্বৈরাচার বিরোধী সাধারণ শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :