সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ৫৭১ জন।
শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি ওয়ান শুটারগান, দুটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের গুলি, একটি ছুরি ও একটি দেশীয় তৈরি লোহার পাইপগান।
এদিকে রাজধানীর রামপুরা থানায় একটি অস্ত্র ছিনতাই মামলার আসামিকে উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। তার হেফাজত থেকে ছিনতাইকৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কী ঘটেছিল সেই রাতে?
রামপুরা থানা সূত্র জানায়, ২১ জুলাই রাত দেড়টার দিকে নরসিংদী থেকে ফেরার পথে বনশ্রী মেইন রোডে অবস্থিত আবেশ হোটেলের সামনে ব্যক্তিগত গাড়ি থামান মো. আমিরুল ইসলাম নামের এক ঠিকাদার। অসুস্থবোধ করায় গাড়ি থেকে নেমে তিনি বসে পড়লে পাশে থাকা এক অজ্ঞাত যুবক ও তার ড্রাইভার তাকে ধরে গাড়িতে ওঠান। পরে সেই যুবক নিজেও গাড়িতে ওঠে।
বনশ্রী টাওয়ারে পৌঁছে আমিরুল তাকে নামতে বললে যুবক নিজের নাম জানায় ইয়াসিন। কথা বলার একপর্যায়ে হঠাৎই সে আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (ম্যাগাজিনসহ ১১ রাউন্ড গুলি) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে, ইয়াসিন পাটোয়ারী রাজধানীর দক্ষিণখান থানার পশ্চিমপাড়ায় একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযানে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অস্ত্র ও গুলি।
পুলিশ জানায়, ইয়াসিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :