সন্ত্রাসীদের হামলায় নিহত হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (০৫ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদপুর ও ধানমন্ডিবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব ইমদাদুল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আবু হানিফ গাজীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের হত্যা কোনোভাবেই কাম্য নয়। আমরা তার হত্যার বিচার চাই। পাশাপাশি তার অসহায় পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে,’ বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আবু হানিফ গাজীর মা বলেন, ‘আমার সন্তানের হত্যার বিচার চাই, আর কিছু আমি চাই না।’
তার স্ত্রী বলেন, ‘আমার দুটি সন্তান নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি আমার স্বামীর বিচারের দাবিতে।’
গত ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার দুপুরে আবু হানিফ মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। ঐদিন রাত ১০টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ময়নাতদন্ত শেষে ২৮ সেপ্টেম্বর, আজ রোববার রাত ৯টায় তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুরে দাফন করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হবে। একই সঙ্গে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন