অতিবৃষ্টির আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার তান্ডবে, ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন প্রভাতী ইন্স্যুরেন্স কো. লি. এর কর্মকর্তা/কর্মচারীরা। তারা তাদের ১ দিনের বেতনের সমপরিমান অর্থ কুমিল্লা এবং ফেনী জেলার অসহায় বন্যাকবলিত মানুষের খাদ্য সহায়তায় ব্যয় করেন।
দেশে চলমান ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধকোটি মানুষ। এসব এলাকার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রভাতী ইন্স্যুরেন্স কো. লি কর্মীরা।
সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যন্ত অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ানোর জন্য প্রভাতী ইন্স্যুরেন্স কো. লি প্রতিষ্ঠানের কর্মীদের একদিনের বেতন প্রদান করে মানবিক সহায়তায় শরীক হন।