রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পাঁচ দিনব্যাপী ২০তম জাতীয় ফার্নিচার মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় আইসিসিবির রাজদর্শন হলে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় এই আয়োজনের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ভাইস চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক শেখ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, মহাসচিব এ করিম মজুমদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফার্নিচার শিল্প এখন দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ফার্নিচার বিদেশেও রপ্তানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানো ও রপ্তানি বাজার সম্প্রসারণ।
মেলায় ৪৮টি শীর্ষ ফার্নিচার কোম্পানি অংশ নিয়েছে। যারা ২৭৮টি স্টলে সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করছে। শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী চলা এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি—এটা আমি দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই।’
তিনি জানান, তেলের দাম নির্ধারণে ব্যবহৃত ট্যারিফ কমিশনের ফর্মুলা প্রায় ১৪ বছর আগের, যা তিনি বর্তমান প্রেক্ষাপটে গ্রহণযোগ্য মনে করছেন না। বিষয়টি নতুনভাবে বিশ্লেষণের জন্য আইসিএমএবি এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইসিএমএবি’র খসড়া প্রতিবেদন হাতে এসেছে, অন্যটি এখনও পাওয়া যায়নি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রিপোর্ট না পাওয়া পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। কিছু তেল কোম্পানির মালিকানাধীন গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে বাজারে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা অনভিপ্রেত।’
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘কোনো ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ তখনই বৈধ, যখন তা বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেয়।’
তিনি আশ্বস্ত করেন, সরকার বিশ্লেষণ শেষে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে, যাতে বাজারে সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি না হয় এবং জনগণ ক্ষতিগ্রস্ত না হন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন