ভারতের প্রথম এআই হাব তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বিনিয়োগ করবে গুগল। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন এবং এ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। সেই অনুযায়ী আগামী পাঁচ বছরে ভারতের বাজারে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে।
গুগলের এআই হাবের আওতায় গিগাওয়াট-স্কেলের কম্পিউট ক্ষমতা, আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বড় পরিসরের শক্তি অবকাঠামো থাকবে। এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী ও ব্যবসায়ীদের কাছে শিল্প-নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিতে এর ব্যাপক প্রভাব পড়বে।
এআই ডেটা সেন্টার ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে গুগল। এটি এ দেশে গুগলের বৃহত্তম বিনিয়োগ। গুগল ক্লাউড সিইও থমাস কুরিয়ান বলেন, ‘বিশাখাপত্তনমে এই হাব ভারতের ডিজিটাল যুগের জন্য একটি উল্লেখযোগ্য বিনিয়োগ। আমরা শিল্প-নেতৃত্বাধীন এআই অবকাঠামো প্রদান করে ব্যবসায়ের উদ্ভাবন ত্বরান্বিত করছি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছি।’
‘এআই সিটি ভিজাগ’ নামে পরিচিত এই প্রকল্পে গুগল ও অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে ১ গিগাওয়াটের হাইপারস্কেল ডেটা সেন্টার ক্যাম্পাস গড়ে তোলা হবে, যেখানে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নের একাধিক কার্যক্রম চলবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নে গুগল আদানি গ্রুপের সঙ্গেও অংশীদারিত্ব করেছে। ইতোমধ্যেই ভারতে মাইক্রোসফট ও অ্যামাজনও তুলনামূলক ছোট পরিসরে ডেটা সেন্টার স্থাপনে বিনিয়োগ করেছে।
সংবাদ সংস্থা এএনআই-এর তথ্যমতে, অ্যাক্সেস পার্টনারশিপ ও গুগলের অর্থনৈতিক মডেলিং বিশ্লেষণ অনুযায়ী, এই প্রকল্প ২০২৮ থেকে ২০৩২ সালের মধ্যে অন্ধ্রপ্রদেশের রাজ্য স্থূল উৎপাদনে (জিএসডিপি) বছরে গড়ে প্রায় ১০ হাজার ৫১৮ কোটি টাকা যোগ করবে। একই সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। নায়ডু বলেন, ‘এটি ভারতের ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়। আমাদের গর্ব ভারতের প্রথম গিগাওয়াট-স্কেলের ডেটা সেন্টার এবং গুগলের প্রথম এআই হাব এখানে হবে।’

-20251013182052.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন