কম্বোডিয়ার সাম্প্রতিক হামলার জবাবে থাইল্যান্ড সব ধরনের প্রয়োজনীয় সামরিক অভিযান চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা সভা শেষে তিনি এমন সতর্কবার্তা দেন। সরকারি ভবনে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, গতকাল রোববার শুরু হওয়া কম্বোডিয়ার আক্রমণ আজ সোমবারও অব্যাহত রয়েছে- এই পরিস্থিতিতে থাইল্যান্ডের আত্মরক্ষার অধিকার রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকার সামরিক অভিযানসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
তিনি আরও জানান, থাই সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও নিয়ম মেনে সতর্কতা এবং দায়িত্বশীলতার সঙ্গে সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখবে।
আনুতিন বলেন, থাইল্যান্ড কখনো সহিংসতা শুরু করে না, তবে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সরকার সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং থাই সশস্ত্র বাহিনী এ লক্ষ্যেই কাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন