গ্রাহকের তারল্য চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে যে ডিমান্ড লোন গ্রহণ করে তার একটি বড় অংশ পরিশোধ করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।
ব্যাংকটি জানায়, বাংলাদেশ ব্যাংক থেকে গত ৯ জানুয়ারি ২০০ কোটি টাকা ডিমান্ড লোন সুবিধা গ্রহণ করেছিল। গত মঙ্গলবার (২১ অক্টোরব) পর্যন্ত ওই ঋণের প্রিন্সিপাল বাবদ ২৫ কোটি টাকা এবং হালনাগাদ সুদ বাবদ ১৪.৮৬ কোটি টাকা অর্থাৎ মোট ৩৯.৮৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
কমার্স ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ব্যাংকটি বলছে, ‘পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের ডিমান্ড লোনের সমুদয় অর্থ পরিশোধ করার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এটি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর আর্থিক ভিত্তির ক্রমাগত উন্নতির প্রতিফলন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন ব্যাংকে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক আর্থিক অনিয়ম, লুটপাট ও দুর্নীতির কারণে জুলাই বিল্পব ২০২৪ ও ৫ আগস্ট-পরবর্তী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং সেক্টর নিয়ে আমানতকারীদের মনে আস্থাহীনতার সৃষ্টি হলে উল্লেখযোগ্য স্যংখক ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছিল।
বিজ্ঞপ্তিতে সকলের অবগতির জন্য জানানো হয়, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৫১% মালিকানা সরকার এবং সরকারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে রয়েছে।
‘আমাদের উপর আস্থা রাখার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দ, আমানতকারীবৃন্দ, শুভাকাঙ্খীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, রেগুলেটরী কর্তৃপক্ষসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন