মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৭ পিএম

শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো স্বস্তি আমিন মোহাম্মদ এগ্রোতে

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৬:৪৭ পিএম

ছবি প্রেস বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

ছবি প্রেস বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

শহরের অবিরাম ব্যস্ততার মাঝে একটু স্বস্তি খুঁজে পেতে অনেকেই ছুটে চলে প্রকৃতির দিকে। সেই চাহিদাকে আরও কাছে এনে দিল আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড। যেখানে গড়ে ওঠেছে নিরিবিলি স্বস্তিময় এক প্রাকৃতিক পিকনিক স্পট। সবুজে ঘেরা পরিবেশ, পুকুর পাড়ের শীতল হাওয়া আর নিরবতার মাঝে প্রকৃতির সঙ্গে কাটানো কিছুক্ষণ যেন হয়ে ওঠে পুরো দিনের সেরা মুহূর্ত।

পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে সময় কাঠাতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে। প্রশস্ত খোলা জায়গা, পরিছন্ন পরিবেশ আর প্রকৃতির মায়াবী সৌর্ন্দয্য মিলিয়ে এটি শহরবাসীর আরাম ও বিনোদনের নতুন ঠিকানা।

এখানে রয়েছে শিশুদের খেলাধুলার জন্য ইনডোর এবং আউটডোর কিডস জোন। তাছাড়া রয়েছে ‘পেটিং জু’ গরুর বাছুর, হাঁস-মুরগির বাচ্চাদের নিজ হাতে খাওয়ানের সুযোগ। রয়েছে ক্যামেল অবজারভেশন ডেক অর্থাৎ ক্যামেল বা উট গুলোকে নিরাপদ দূরত্বে থেকে ফিডিং বা খাবার দেবার সুযোগ। বড়দের জন্য রয়েছে কায়কিং, নৌকাভ্রমণ এবং ওয়াটার সাইক্লিং ব্যবস্থা। পুকুর পাড়ে রয়েছে হ্যামক কিংবা ঝুলন্ত বিছানার ব্যবস্থা। যেখান থেকে এগ্রোর সতেজ বাতাস ও সৌর্ন্দয্য উপভোগ করার সুযোগ।

খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ। যেখানে ক্রিকেট, ফুটবল ও ব্যাটমিন্টন খেলার সু-ব্যবস্থা বিদ্যমান। রাতে বনফায়ার ও বারবি কিউরও সু-ব্যবস্থা রয়েছে। মানুষ যেন প্রকৃতিকে অনুভব করার সুযোগ পায় এটাই আমিন মোহাম্মদ এগ্রোর উদ্দেশ্য। রুম ছাড়া এবং রুমসহ ডে-লং প্যাকেজের কয়েকটি ক্যাটাগরিতে পিকনিক করারও সুযোগ রয়েছে।

আমিন মোহাম্মদ এগ্রো মূলত ডেইরি, বুল ফ‍্যাটেনিং, ফিশারিজ, প্লোট্রি ব্যবসার পাশাপাশি ফরমালিন মুক্ত ফল-ফলাদি ও সবজি উৎপাদন করে থাকেন। এই এগ্রোফার্মের মধ্যেই সল্প সময়ের ভ্রমণ প্রেমিদের জন্য সাজিয়েছে দৃষ্টিনন্দন পিকনিক স্পট। তাদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি কয়েকটি প্যাকেজ সাজিয়েছেন।

এ ছাড়া আমিন মোহাম্মদ এগ্রো ফার্মটিতে করপোরেট প্রতিষ্ঠানের সেমিনার কিংবা অফিসিয়াল প্রোগ্রাম আয়োজনের সুযোগ রয়েছে। রয়েছে খেলা-ধুলার ইভেন্ট আয়োজনসহ জন্মদিন ও গায়ে হলুদের অনুষ্ঠান করার সুবর্ণ সুযোগ।

মিরপুর-বেরিবাধ রোডে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজার দিয়ে ডানে খানিকটা গেলেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সংলগ্ন রজনীগন্ধ্যায় আমিন মোহাম্মদ এগ্রোর অবস্থান। ঢাকার খুবই সন্নিকটে উত্তরা সংলগ্ন হওয়াতে যাতায়াতেও সময় লাগবে একবারে কম। সুবিধাজনক প্যাকেজের সুবর্ণ সুযোগ নিতে যোগাযোগ করতে পারেন ০১৮৯৭৬০৭৫৫৬ এবং ০১৮৯৭৬০৭৫৬৬ নাম্বারে।

Link copied!