বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এনপলি গ্রুপের ডিলারস কনফারেন্স-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের পাঁচ তারকা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনটি সারা দেশের এনপলির ডিলারদের একত্রিত করে আরও শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং প্রতিষ্ঠান-ডিলার-গ্রাহক সম্পর্ক উন্নত করতে আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ ডিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ‘এনপলির ব্যবসার মেরুদণ্ড’ বলে অভিহিত করেন।
তিনি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারে উচ্চমানের পণ্য সরবরাহের প্রতিষ্ঠানের সুদীর্ঘ ৩৮ বছরের যাত্রা তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের পণ্য পিভিসি পাইপ এবং ফিটিংস, পিভিসি এবং ডব্লিউপিসি দরজা, ট্যাঙ্ক এবং ট্যাপ - আস্থার প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতে প্রযুক্তি ও নকশায় নতুনত্বের মাধ্যমে আরও উন্নত পণ্য বাজারে আনা হবে। পণ্যে আমরা গুণমান ও স্থায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের উন্নত সমাধান দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি পরিবেশক নেটওয়ার্ককে এনপলির শক্তির ভিত্তি উল্লেখ করে বলেন, ‘তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। বাংলাদেশে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এনপলি পণ্যের সুনাম প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
সম্মেলনে এনপলি গ্রুপের সকল বিভাগীয় প্রধান, ডিভিশনাল সেলস লিডার এবং এনপলি গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এনপলি গ্রুপ পরিবেশক ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশের শিল্পখাতে একটি বিশ্বস্ত নাম হিসেবে ৩৮ বছরেরও বেশি সময় ধরে এনপলির ব্যবসার বিস্তার ও উন্নয়নে নতুন দিগন্ত অন্বেষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন