এশিয়া কাপ বাছাইয়ের আগে ফের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পেয়েছেন স্ট্রাইকার ফাহমিদুল ইসলাম। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রাথমিক দলে ডাক পেলেও শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন তিনি।
ফাহমিদুলের ক্লাব ওলবিয়া ক্যালসিও এই খবর নিশ্চিত করেছে। ইতালির চতুর্থ স্তরের এই ক্লাবটি তাদের ফেসবুক পেজে ফাহমিদুলকে অভিনন্দন জানিয়েছে।
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ৪ জুন একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দল। ৩১ মে থেকে শুরু হবে এই বাছাই পর্বের জন্য ক্যাম্প।
এর আগে গেল মার্চে হামজা চৌধুরীর অভিষেক হয় ভারতের বিপক্ষে ম্যাচে। সব কিছু ঠিক থাকলে শামিত শোমের অভিষেক হতে যাচ্ছে সিঙ্গারপুরের বিপক্ষে। এবার আসছেন ফাহমিদুলও। এই স্ট্রাইকার এবার জাতীয় দলে থাকবেন তা অনুমিত।
উল্লেখ্য, গেল মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে বাদ পড়ায় কোচ ব্যাপক সমালোচিত হয়েছিলেন। ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে ফুটবলপ্রেমীরা আন্দোলনও করেছিলেন।
এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা বাফুফে সভাপতিকে তলব করেছিলেন এবং জাতীয় দলের কমিটি জরুরি সভাও ডেকেছিল।
অবশেষে সেই সমালোচনার মুখে পড়েই ফের জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন এই তরুণ স্ট্রাইকার। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষেই জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে ফাহমিদুলকে।
আপনার মতামত লিখুন :