রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক যুবককে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে যুবককে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।
গত বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে অংশ নিতে যান উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ একজন অজ্ঞাত যুবক ভিড়ের মধ্য থেকে একটি প্লাস্টিকের পানির বোতল তার দিকে ছুড়ে মারেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক যুবকের মাথায় একটি ক্যাপ ছিল এবং সে-ই বোতলটি ছুড়ে মারে। ঘটনার সময় আশপাশেই পুলিশ সদস্যদের অবস্থান ছিল। ভিডিওতে বোতল নিক্ষেপকারী যুবককে পুলিশ সদস্যদের কিছু জিজ্ঞাসা করতে দেখা যায়।
ডিবি জানায়, ঘটনার ভিডিও বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে এনে ঘটনার উদ্দেশ্য ও পটভূমি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
এদিকে, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র।
আপনার মতামত লিখুন :