শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:৪০ পিএম

ভাঙা হাতেই ভক্তদের জন্য শাহরুখের সেই বিখ্যাত হাতখোলা পোজ 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:৪০ পিএম

বলিউড মহাতারকা শাহরুখ খান। ছবি - সংগৃহীত

বলিউড মহাতারকা শাহরুখ খান। ছবি - সংগৃহীত

পুরো বলিউডের চোখ এখন তাঁর দিকেই। কিং খান ফিরছেন -তা-ও আবার জাতীয় স্বীকৃতির ভার কাঁধে নিয়ে! ৩৩ বছরের রাজকীয় ক্যারিয়ারে প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান, তাও ‘জওয়ান’ সিনেমার জন্য! শাহরুখ খান নিজেই যেন বললেন -‘এখনও খেলা বাকি!’

যেখানে অনেকের ক্যারিয়ার শেষের পথে, সেখানে শাহরুখ যেন নতুন ইনিংসের সূচনা করলেন। পুরস্কার ঘোষণার পর থেকেই বলিউড থেকে বাইরেও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। 

বলিউডের বাদশা শাহরুখ খান। ছবি - সংগৃহীত

অবশেষে, সবাইকে চমকে দিয়ে এক আবেগঘন ভিডিওবার্তায় হাজির বাদশা। চিকিৎসাধীন, হাতে ও কোমরে সাপোর্ট বেল্ট -তবুও চিরচেনা সেই মিষ্টি হাসি আর অতুলনীয় কৃতজ্ঞতা।

‘এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা টিমওয়ার্কের জাদু’ -ভিডিওতে এভাবেই কুর্নিশ জানিয়েছেন অ্যাটলি ও ‘জওয়ান’ টিমকে। 

তিনি বলেন, ‘এই সিনেমা-ই আমায় আবার নিজেকে প্রমাণ করার সাহস দিয়েছে।’ স্টাইলিস্ট থেকে সহ-অভিনেতা, কাউকেই ভুলে যাননি শাহরুখ।

তবে একদম আলাদা আবেগে কণ্ঠ ভিজে যায় যখন স্ত্রীর নাম নেন। গৌরী আর সন্তানদের প্রসঙ্গে বলেন, ‘শেষ চার বছরে ওরা যেভাবে পাশে থেকেছে, তাতে মনে হয় আমি এ পরিবারের সবচেয়ে ছোট সদস্য।’

শাহরুখের সেই বিখ্যাত হাতখোলা পোজ। ছবি - সংগৃহীত

আর ভক্তদের উদ্দেশে তাঁর শেষ বার্তা যেন ব্লকবাস্টারের ট্রেলারের মতোই ঝাঁঝালো -‘এই পুরস্কার আপনাদের জন্য। এখন হাত পুরো খোলা না, তাই জড়িয়ে ধরতে পারছি না। কিন্তু চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন। আমি ফিরছি, থিয়েটারে!’

আর এই কথার পরই, কাঁধে ব্যান্ডেজ আর হাতের সাপোর্ট সরিয়ে ধীরে ধীরে নিজের সেই বিখ্যাত ‘হাতখোলা’ পোজ দিলেন কিং খান -যেন বলেই দিলেন, যতবার পড়েছি, তার চেয়ে বেশি উঠেছি। কারণ আমি শাহরুখ!

 শাহরুখ খান। ছবি - সংগৃহীত

নেটিজেনদের মতে, ‘বাদশা তো বাদশাই!’ -এতদিন পর প্রথম জাতীয় পুরস্কার পেলেও, স্টারডমের মহিমায় যেন বছর নয়, যুগ পার করে দিচ্ছেন তিনি!

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!