পুরো বলিউডের চোখ এখন তাঁর দিকেই। কিং খান ফিরছেন -তা-ও আবার জাতীয় স্বীকৃতির ভার কাঁধে নিয়ে! ৩৩ বছরের রাজকীয় ক্যারিয়ারে প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান, তাও ‘জওয়ান’ সিনেমার জন্য! শাহরুখ খান নিজেই যেন বললেন -‘এখনও খেলা বাকি!’
যেখানে অনেকের ক্যারিয়ার শেষের পথে, সেখানে শাহরুখ যেন নতুন ইনিংসের সূচনা করলেন। পুরস্কার ঘোষণার পর থেকেই বলিউড থেকে বাইরেও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

অবশেষে, সবাইকে চমকে দিয়ে এক আবেগঘন ভিডিওবার্তায় হাজির বাদশা। চিকিৎসাধীন, হাতে ও কোমরে সাপোর্ট বেল্ট -তবুও চিরচেনা সেই মিষ্টি হাসি আর অতুলনীয় কৃতজ্ঞতা।
‘এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা টিমওয়ার্কের জাদু’ -ভিডিওতে এভাবেই কুর্নিশ জানিয়েছেন অ্যাটলি ও ‘জওয়ান’ টিমকে।
তিনি বলেন, ‘এই সিনেমা-ই আমায় আবার নিজেকে প্রমাণ করার সাহস দিয়েছে।’ স্টাইলিস্ট থেকে সহ-অভিনেতা, কাউকেই ভুলে যাননি শাহরুখ।
তবে একদম আলাদা আবেগে কণ্ঠ ভিজে যায় যখন স্ত্রীর নাম নেন। গৌরী আর সন্তানদের প্রসঙ্গে বলেন, ‘শেষ চার বছরে ওরা যেভাবে পাশে থেকেছে, তাতে মনে হয় আমি এ পরিবারের সবচেয়ে ছোট সদস্য।’

আর ভক্তদের উদ্দেশে তাঁর শেষ বার্তা যেন ব্লকবাস্টারের ট্রেলারের মতোই ঝাঁঝালো -‘এই পুরস্কার আপনাদের জন্য। এখন হাত পুরো খোলা না, তাই জড়িয়ে ধরতে পারছি না। কিন্তু চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন। আমি ফিরছি, থিয়েটারে!’
আর এই কথার পরই, কাঁধে ব্যান্ডেজ আর হাতের সাপোর্ট সরিয়ে ধীরে ধীরে নিজের সেই বিখ্যাত ‘হাতখোলা’ পোজ দিলেন কিং খান -যেন বলেই দিলেন, যতবার পড়েছি, তার চেয়ে বেশি উঠেছি। কারণ আমি শাহরুখ!

নেটিজেনদের মতে, ‘বাদশা তো বাদশাই!’ -এতদিন পর প্রথম জাতীয় পুরস্কার পেলেও, স্টারডমের মহিমায় যেন বছর নয়, যুগ পার করে দিচ্ছেন তিনি!
আপনার মতামত লিখুন :