আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০ বছর পূর্ণ করে ফেলেছেন।
এই দীর্ঘ ক্যারিয়ারের প্রতিটি টেস্টে তার পরিচয় হয়ে উঠেছে ব্যাগি গ্রিন টুপি। ২০০৫ সালে লর্ডসে অভিষেকের সময় অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে পাওয়া এই টুপি মুশফিকের জন্য শুধু খেলাধুলার আনুষঙ্গিক নয়, বরং অনুপ্রেরণার প্রতীক।
সামাজিক মাধ্যমে সম্প্রতি মুশফিক এই টুপির ছবি শেয়ার করে লিখেছেন, ‘সকল উত্থান-পতনের সঙ্গী। ১০০ ম্যাচ খেলার পথে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক এখন শুধুই টেস্টে খেলছেন। সতীর্থ, পরিবার ও ক্রিকেটপ্রেমীরা এই বিশেষ মুহূর্তে তাকে অভিনন্দন জানিয়েছেন। তার বাবা ভিডিও বার্তায় বলেছেন, ‘১০০তম ম্যাচে সেঞ্চুরিসহ ভালো ইনিংস উপহার দাও।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মুশফিকের শততম টেস্টের আনন্দ ভাগাভাগি করতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ব্যাগি গ্রিন টুপির ছবি পোস্ট করেছে। বোর্ডের ক্যাপশন, ‘বছরের পর বছর প্যাশন নিয়ে এই টুপি পরছেন তিনি। মুশফিকের শততম টেস্টের যাত্রা।’
মুশফিকের এই মাইলফলক কেবল তার নিজস্ব অর্জন নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেও এক স্বর্ণময় অধ্যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন