ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে সম্মান জানাতে এক বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এফসি বার্সেলোনা।
সম্প্রতি ক্লাব ভাইস-প্রেসিডেন্ট এলেনা ফোর্ট নিশ্চিত করেছেন যে, ক্লাবের নবনির্মিত স্টেডিয়াম স্পটিফাই ক্যাম্প ন্যুতে মেসির জন্য একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং একটি স্থায়ী ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা চলছে।
মেসি ক্লাব ছাড়ার পর থেকেই সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটি শীতলতা বিরাজ করছিল। লাপোর্তা মেসির চুক্তি নবায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
তবে বর্তমানে বার্সা নেতৃত্বের এই নতুন উদ্যোগ সেই তিক্ততা ভুলিয়ে দিতে সহায়ক হতে পারে বলে মনে করছে ফুটবল মহল।
বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট এলেনা ফোর্ট সংবাদমাধ্যমকে জানান, ‘লিও মেসি চাইলে যেকোনো সময়ে ক্যাম্প ন্যুতে তার জন্য শ্রদ্ধাঞ্জলি হতে পারে। আমরা ইতোমধ্যেই তার ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা শুরু করেছি।’
যদিও লাপোর্তার সঙ্গে সম্পর্কের জটিলতা রয়েছে, তবুও ক্লাবের প্রতি মেসির ভালোবাসা যে এখনো অটুট তা সম্প্রতি তার আকস্মিক ক্যাম্প ন্যু স্টেডিয়াম সফরের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
যেখানে তিনি ক্লাবের হয়ে অজস্র ইতিহাস সৃষ্টি করেছেন, সেই স্টেডিয়ামে তার এই ফিরে আসা ভক্তদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন