সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এতে নভেম্বরের প্রথম ১৮ দিনে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১৭ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন রোগী। এর মধ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবচেয়ে বেশি ৫ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২ জন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রোগী ভর্তি আছেন।
বিভাগীয় পরিসংখ্যান বলছে, চলতি বছর সর্বোচ্চ শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়—মোট ২২২ জন। সিলেটে শনাক্ত ৭৩ জন, মৌলভীবাজারে ৬৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন। গত ৮ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুনামগঞ্জে সিলেট বিভাগের একমাত্র মৃত্যুর ঘটনাটিও ঘটে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুবাহী এডিস মশার জেনেটিক বৈশিষ্ট্যে পরিবর্তনের ফলে এখন দিন-রাত যেকোনো সময়ই এ মশা কামড়াতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দিন-রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন