হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে হারিয়ে ওয়ানডে সিরিজের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা ২-১ ব্যবধানে জয়লাভ করে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ২২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার যুবারা ১৯১ রানের বেশি করতে পারেনি।
বাংলাদেশের স্পিনাররা এদিন প্রোটিয়া ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করে। এদিন রাকিবুল হাসান ৪টি, এবং রাব্বি ও ওয়াসি ২টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তায়ান ভ্যান বোরেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (২৬) ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান (০) দ্রুত ফিরে যান। রায়ান রাফসান ১৯ ও আরিফুল ইসলামও ব্যর্থ হন।
এরপর আকবর আলি (৩৮) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
১১৮ রানে ৮ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। তারা ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। রাকিবুল ৪২ রান করে আউট হলেও রাব্বি ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন।
শেষ পর্যন্ত বাংলাদেশ ২২৫ রানে থামে।
আপনার মতামত লিখুন :