সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শুক্রবার (১৬ মে) নেপালের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল।
ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নারে অসাধারণ এক হেডে আশিকুর রহমান বাংলাদেশকে এগিয়ে দেন। এর আট মিনিট পর, ৮১ মিনিটে মানিকের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল হুদা ফয়সাল (২-০)।
ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে সুজন দাঙ্গোল একটি গোল করে নেপালের ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বে মালদ্বীপের সাথে ২-২ গোলে ড্র করে এবং ভুটানকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে ওঠে।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত এবং ‘এ’ গ্রুপের রানার আপ মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। ফাইনাল ম্যাচটি আগামী ১৯ মে একই মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার তাদের সামনে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার সুযোগ বাংলাদেশের সামনে।
আপনার মতামত লিখুন :