অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। সেমিফাইনালে স্বাগতিক ক্লাব নর্দার্ন টেরিটরিকে (এনটি) ২১ হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আকবর আলির দল।
রোববার (১৮ আগস্ট) সকালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ এইচপি। জবাবে ৯ উইকেটে ১১৭ রানে আটকে যায় এনটি স্ট্রাইক। এতে ফাইনাল নিশ্চিত হয় আকবর-শামীমদের।
ডারউইনে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। অপর ওপেনার পারভেজ হোসেন ইমনকে টিকে থাকতে হয় লড়াই করে। ১৬ রান করে আউট হন ওয়ানডাউনে খেলতে নামা তানজিদ হাসান তামিম।
ভালো শুরুর পরও বেশি সময় স্থায়ী হতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ১৬ বলে ৪ চারে ২২ রান করে আউট এ বাঁহাতি ব্যাটার। ২৩ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে ইমনও ফেরেন সাজঘরে।
শেষ দিকে শামীম হোসেন পাটয়ারী ব্যাটে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ এইচপি। ৩৪ বলে ৪১* রানের মারকুটে এক ইনিংস খেলেন বাঁহাতি এ ব্যাটার। এনটি স্ট্রাইকের হয়ে দুটি উইকেট নেন ম্যাট হ্যামন্ড।
জবাবে শুরুটা ভালো হয় অস্ট্রেলিয়ান ক্লাবটির। পাওয়ার প্লেতে দুই ওপেনার মিলে তোলেন ৪১ রান। ব্যক্তিগত ১৫ রানে আলিস আল ইসলামের শিকার হন ডি আরসি। রাকিবুল হাসান ফেরান আরেক ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে (৩৪)। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বাঁহাতি এ স্পিনার।
রিপন মন্ডল ও আবু হায়দার রনির বোলিংয়ে দলীয় ৯১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে এনটি স্ট্রাইক। শেষদিকে নামা কেলান মালাডের ১৯ রান পরাজয়ের ব্যবধান কমায়।
আরেক সেমিফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩০ রানে হেরেছে পাকিস্তান ‘এ’ দল। অ্যাডিলেডের ১৯৭ রানের জবাবে পাকিস্তান ‘এ’ করতে পারে ১৬৭ রান। ডারউইনে ফাইনাল আজ দুপুর সাড়ে ১২টায়, বাংলাদেশের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।

 
                            -20240818053902.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন