ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ময়মনসিংহে মসজিদ থেকে ব্যাটারি চুরির হিড়িক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১০:১৭ এএম
ছবি- সংগৃহীত

ময়মনসিংহে মসজিদ থেকে চুরির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এদিকে গত দুই মাসে একাধিক মসজিদে সৌরবিদ্যুতের ব্যাটারি, মাইকের মেশিন ও আইপিএস চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব চুরিতে স্থানীয়রা উদ্বিগ্ন প্রকাশ করেছেন।

বুধবার (৭ মে) নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে ২ টি সৌরবিদ্যুতের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদের সভাপতি মো. মুনজুরুল হক ব্যাটারি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (২ মে) সকালে  বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদে  ব্যাটারি চুরির ঘটনা ঘটে। 

স্থানীয় মুজিবুর রহমান জানান, ‘গত প্রায় একমাস আগে বীরকামট খালী মধ্যপাড়া জামে মসজিদ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে।’

‘এবিষয়ে প্রশাসনিক জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ।’

বীরকামট খালী দক্ষিণ বাজার জামে মসজিদের সভাপতি মো.মুনজুরুল হক জানান, ‘বুধবার দুপুরে জোহরের নামাজ পড়তে এসে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখেন ১২ ভোল্টের সাড়ে সাত হাজার টাকা মূল্যের ১টি ব্যাটারি নেই।’

বীরকামট খালী দক্ষিণ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুস সাত্তার বলেন, ‘এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে ২ টি সৌরবিদ্যুতের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। এবিষয়ে জরুরি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।’