ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ওভারের নাটকীয়তায় কেকেআরের দেওয়া ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পেরিয়ে যায় ২ উইকেট হাতে রেখে। এই হারের ফলে কলকাতার প্লে-অফে খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল
বুধবার (৭ মে) কলকাতার ইডেন গার্ডেনে চেন্নাইয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধীরস্থির শুরুর প্রচেষ্টা করে কেকেআর। তবে দলের বিপদ বাড়ান রহমানউল্লাহ গুরবাজ। দলের ১১ রানের মাথাতে আউট হন গুরবাজ। ৯ বলে ১১ রান করে বিদায় নেন তিনি।
এরপর জুটি গড়েন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও সুনীল নারাইন। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতে ভালো সংগ্রহ পায় দল। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে কলকাতা।
পাওয়ার-প্লের পর থেমেছেন নারাইন। ১৭ বলে ২৬ রান করে আউট হন তিনি। একই ওভারে বিদায় নেন আংক্রিশ রঘুবংশীও। এরপর অভিজ্ঞ মনিশ পান্ডেকে নিয়ে হাল ধরেন রাহানে। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে কলকাতার ইনিংস। ফিফটির পথে ছিলেন রাহানে। তবে ৩৩ বলে ৪৮ রান করে দলের ১০৩ রানের মাথাতে বিদায় নেন অধিনায়ক।
কেকেআরের ইনিংসে শেষদিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৩৮ রানের ক্যামিও খেলে দলীয় ১৪৯ রানের মাথায় থামেন তিনি।
রাসেলের ঝড়ের পর ব্যর্থ হয় রিঙ্কু সিং। তিনি খেলেছেন ৬ বলে ৯ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স।
চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট শিকার করেন নূর আহমেদ। ১টি করে উইকেট নেন আংশুল কাম্বোজ এবং রবীন্দ্র জাদেজা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথে হাঁটেন আগের ম্যাচে চেন্নাইয়ের হয়ে ঝড় তোলা আয়ুষ মাহত্রে। মাহত্রের বিদায়ের পর ঝড়ের গতিতে রান তোলার চেষ্টা করেন তরুণ উরভিল প্যাটেল। তিনে নেমে উর্ভিল প্যাটেল ১১ বলে ৩১ রানের ক্যামিও খেলেছেন।
তবে উরভিলের ঝড়ের মধ্যেই ০ রানে বিদায় নেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। পাওয়ারপ্লের মধ্যে আরও ২ উইকেট হারায় চেন্নাই, বিদায় নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।
প্লাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে হলুদ আর্মি। আর সেই বিপদ কাটে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শিভাম দুবে। ২৫ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন ব্রেভিস। দুবে ৪০ বলে ৪৫ রান করেন।
শেষদিকে চেন্নাইয়ের ত্রাতা হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার ঠান্ডা মাথার ব্যাটিংয়ে জয়ের খুব কাছে চলে যায় চেন্নাই। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের ৮ রান প্রয়োজন ছিল। যা ধোনির ক্ষুরধার ব্যাটিংয়ে সহজেই টপকে যায়।
কলকাতার হয়ে ৩ উইকেট নেন বৈভব অরোরা। ২টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এবং হার্শিত রানা। ১ উইকেট নিয়েছেন মঈন আলী।