২০ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা, যোগ্য শিক্ষক নিয়োগ ও স্বতন্ত্র ক্যারিয়ার পথসহ ছয় দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন ‘বিএসসি নার্স মানেই পেশাদার নেতৃত্ব’, ‘যোগ্য শিক্ষক চাই, অজুহাত নয়’, ‘ইন্টার্ন মানেই কাজ, চাই তার মর্যাদা’।
শিক্ষার্থীরা জানান, কারিকুলামের অসামঞ্জস্যতা, অযোগ্য শিক্ষক নিয়োগ, পরীক্ষার তারিখ পরিবর্তনসহ নানা সমস্যার কারণে তারা দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
মিম খাতুন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শুধু ক্লাস-পরীক্ষা চাই না, চাই একটি সম্মানজনক ও নিরাপদ শিক্ষা ও কর্মজীবন। অযোগ্য শিক্ষক দিয়ে পাঠদান হলে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।’
রাজীব হোসেন বলেন, ‘ইন্টার্নশিপে আমাদের কাজের চাপ সবচেয়ে বেশি অথচ সম্মান ও ভাতা সবচেয়ে কম। ৫ হাজার টাকায় ঢাকায় থাকা-খাওয়া চালানো সম্ভব নয়। আমরা যে কাজ দিচ্ছি, তার ন্যায্য পারিশ্রমিক ২০ হাজার টাকা হওয়া উচিত।’
সাবিনা ইয়াসমিন বলেন, ‘২০১৮ সালের পর থেকে বিএসসি ইন নার্সিং কারিকুলামে যেসব পরিবর্তন এসেছে, সেগুলোর বেশির ভাগই বাস্তবসম্মত নয়। সিনিয়র ডিপ্লোমা নার্সদের সুবিধার জন্য এসব পরিবর্তন আনা হয়েছে। ফলে আমরা, যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছি, তারা বারবার পিছিয়ে পড়ছি।’
তিনি আরও বলেন, ‘কারিকুলামে বৈষম্য থাকলে আমরা চাকরির বাজার ও উচ্চশিক্ষা-দুই ক্ষেত্রেই পিছিয়ে পড়ব। এতে পুরো পেশাটাই হুমকির মুখে পড়বে।’
ছাত্রদের ছয় দফা দাবি:
১. ইউজিসি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ।
২. গ্র্যাজুয়েট নার্সদের সরাসরি প্রথম শ্রেণির পদে নিয়োগ।
৩. বিএসসি নার্সদের জন্য পৃথক অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পথ প্রণয়ন।
৪. ২০১৬ সালে গৃহীত নিয়োগবিধির বাস্তবায়ন।
৫. কারিকুলামে সমতা আনা ও একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের বৈষম্য দূর।
৬. ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। প্রয়োজনে জাতীয় পর্যায়ে অবস্থান কর্মসূচিতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।