প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঠান্ডা পানির মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (ঢাবি শাখা)।
শুক্রবার (১৬ মে) ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজ থেকে এক স্টাটাসের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ফেসবুক স্টাটাসে বলা হয়, প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লা হল, হাজী মুহাম্মদ মুহসীন হল এবং স্যার এএফ রহমান হল এবং শেখ মুজিবর রহমান হলে ঠান্ডা পানির মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (ঢাবি শাখা)।
এরই মধ্যে ৯টি হলে ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হয়েছে। আগমিকাল অন্যান্য হলগুলোতেও স্থাপন করা হবে।