বরগুনার আমতলীতে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের গাড়িতে হামলা হয়েছে। এ ঘটনায় ৮-৯ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটার দিকে আমতলী বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ স্কাউটের ৬ দিনের ক্যাম্পিং শেষ করে কুয়াকাটা যাওয়ার পথে ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের ৬৩ জন ছাত্র-ছাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের দুটি গাড়িকে পিছন থেকে লোকাল বাস বিসমিল্লাহ পরিবহন হর্ণ বাজিয়ে সাইড চাচ্ছিল।
ছাত্রদের গাড়ি এ সময় সাইড না দেওয়ায় বিসমিল্লাহ পরিবহনের হেলপার সালমান গাড়ি থেকে নেমে গালাগালি করতে থাকেন।
এ সময় শ্যামলী পরিবহনে থাকা ছাত্ররা বাস থেকে নেমে এসে বিসমিল্লাহ পরিবহনের হেলপার সালমানকে কিল-ঘুষি মারলে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয় লোকজন ঘটনা দেখে ছাত্রদের ওপর চড়াও হয়ে তাদের বহনকারী শ্যামলী পরিবহনের ওপর হামলা চালিয়ে জানালার গ্লাস ভাঙচুর করেন। এ ঘটনায় বাসের ভেতরে থাকা ৮-৯ জন শিক্ষার্থী আহত হন।
পরে হেলপার সালমানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান তারা। সালমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হেলপার সালমানের বাড়ি বরিশালে। তার বাবার নাম আ. আলিম।
বাসে থাকা ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক ফারহানা সেতু জানান, হামলায় বাসের জানালার গ্লাস ভাঙচুরে আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্র-শিক্ষকদের মধ্যে আহত হয়েছেন সাব্বির, এনামুল হক, সাকিব, নাইহান, মুশফিক, রিমন, খান জাহান আলী ও জিনিয়া।
তিনি আরও জানান, আহতরা বিভিন্ন ডিপার্টমেন্টে অধ্যয়নরত।
এ বিষয়ে আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ছাত্রদের প্রতিনিধিগণ থানায় অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।