সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও নড়বেন না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
শুক্রবার (১৬ মে) সকালে কাকরাইল মসজিদের সামনে সমাবেশ শুরুর আগে এ কথা জানান তিনি।
রইস উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয় অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই এককাট্টা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনিত হয়েছি, আর পেছনে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্র তিনদিকের এই রাস্তাটি আমাদের শিক্ষার্থীরা জড়ো হওয়ায় জনদুর্ভোগের কারণ হয়েছে, সেটা জানি। আন্তরিক হলে প্রথমদিনই আমাদের দাবি নিরসন করতে পারত সরকার। কিন্তু সেটা এখনো নিরসন হয়নি।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা টানা রাজপথে অবস্থান করায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও সরব না। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার আমাদের হুমকি ধামকি দেয় কিংবা স্টিমরোলারও চালানোর চেষ্টা করে, তাহলে আমরা রুখে দেব। যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায় তবু আন্দোলন চলবে।