রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ইবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:৪৭ পিএম

সাজিদের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক, শিক্ষার্থীদের শোকর‍্যালি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:৪৭ পিএম

ইবির শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুতে শোক পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি- রূপালী বাংলাদেশ

ইবির শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুতে শোক পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুতে এক দিনের শোক পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া তার বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে শোকর‍্যালি করেছে বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) সকালে প্রশাসনের আহ্বানে বিশ্ববিদ্যালয় ও হলগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

এ ছাড়া সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের ১৫ দফা দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন ও সাজিদের বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে একটি শোকর‍্যালি বের করেন আল কোরআন বিভাগের শিক্ষার্থীরা। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

শোকর‌্যালিতে নেতৃত্ব দেন আল কোরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম. এরশাদ উল্লাহ, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান, শহীদ জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ জাকির হোসেন, অধ্যাপক ড. লোকমান হোসেন, অধ্যাপক ড. ইলিয়াস হোসেনসহ বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

শোকর‌্যালি শেষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। তিনি বলেন, ‘আমি চাই না সাজিদ আব্দুল্লাহর মতো আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ১৭৫ একর ক্যাম্পাসে ঘটুক। শিক্ষার্থীদের ১৫ দফা দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে। ক্যাম্পাসজুড়ে সিসিটিভি স্থাপন কাজ শুরু হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াও চলমান।’

তিনি আরও বলেন, ‘তদন্তে কেউ বাধা দিলে আমাকে জানাবেন। আমি নিশ্চিত করে বলতে চাই—অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। আমরা সবাই মিলে ধৈর্যের সঙ্গে সাজিদের জন্য লড়াই চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্য আজ শোকাহত।’

Shera Lather
Link copied!