ঢাকায় বিমান দুর্ঘটনা, ফেনীতে বন্যা পরিস্থিতি এবং গোপালগঞ্জে সংঘর্ষের কারণে স্থগিত হওয়া মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বুধবার (২৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আলিমের গত ১০ জুলাইয়ে সারা দেশে স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া আরবি দ্বিতীয়পত্র পরীক্ষাটি ১৩ আগস্ট বুধবার নেওয়া হবে।
অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ আগস্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট (রোববার) এবং ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়) ও তাজবিদ প্রথমপত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)।
এ ছাড়া আলিমের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
আপনার মতামত লিখুন :