বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাসস

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১০:৩৪ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানকে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে: ঢাবি উপাচার্য

বাসস

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১০:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, শুধু একটি নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানকে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। বিভিন্ন প্রেক্ষাপট থেকে জুলাইকে দেখার ও বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।

তিনি বলেন, ‘সামনের কঠিন সময়গুলো অতিক্রম করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে জুলাই অভ্যুত্থানকে নিয়ে আরও আলোচনা হওয়া দরকার। 

ঢাবি ফার্মেসি এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার ফার্মেসি লেকচার থিয়েটারে ‘জাগরণে জুলাই: যেখানে সাহস জাগে, সেখানেই জুলাই বহে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির স্বাগত বক্তব্য দেন। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. শায়লা কবীর এবং ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন আলোচনায় অংশ নেন। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সানজিদা আফরিন প্রাচী ও মোহাম্মদ হাসিবুল ইসলাম এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মাহিবী আলম প্রিন্স ও নাহরিন সামায়লা বিনতে আকতার অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।

উপাচার্য বলেন, অ্যাকাডেমিক প্রেক্ষাপট থেকে জুলাই গণ-অভ্যুত্থানকে বিশ্লেষণ করার উদ্যোগগুলো সারা বছর চালিয়ে যেতে হবে। আলোচনার মাধ্যমে আত্মমূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে। এতে আমরা নিজেদের ভুল-ত্রুটি শুধরাতে পারবো। জুলাইয়ের প্রতি সকলের গভীর ভালোবাসা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি। যারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের জন্য নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, তাদের ঋণ শোধ করতে হবে। অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে সকলের মধ্যে ঐক্য গড়ার যে ভালো উদাহরণ তৈরি হয়েছে, সমাজে তা ছড়িয়ে দিতে হবে। সমাজকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে।

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল ৩০ জুলাই বিকেল ৩টায় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, আগামী ৩১ জুলাই সকাল ১১টায় কলা অনুষদ, ৩ আগস্ট সকাল ১১টায় বিজ্ঞান অনুষদ এবং ৪ আগস্ট সকাল ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ও বিকাল ৩টায় আইন অনুষদে সেমিনার অনুষ্ঠিত হবে।

গত ৩ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!