এমপিওভুক্ত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন ও বিশেষ সুবিধার টাকা আইবাস ডাবল প্লাসের ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) যুক্ত হয়েছে। এই টাকা মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বৃহস্পতিবারের (১৪ আগস্ট) মধ্যে শিক্ষকদের হাতে পৌঁছাবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীদের ইনক্রিমেন্ট হিসাবসহ বিভিন্ন কাজের জন্য জুলাই মাসের বেতন পৌঁছাতে বিলম্ব হয়েছে। ইনক্রিমেন্টের কাজগুলো শেষ হওয়ায় মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বৃহস্পতিবারের (১৪ আগস্ট) মধ্যে জুলাই মাসের বেতন-ভাতার টাকা শিক্ষকদের হাতে পৌঁছাবে।
এর আগে, এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয়। জুলাই মাসে মোট ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ২৬২ জন ও কলেজের ৮৭ হাজার ১৯৫ জন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়।
এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। তবে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরাও ইএফটিতে বেতন পাওয়া শুরু করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন