ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। ব্যতিক্রমীভাবে, তিনি তার দুই সন্তান- এক কন্যা ও এক পুত্রকে সঙ্গে নিয়েই ফরম সংগ্রহ করেন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষের কক্ষ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
এই প্রসঙ্গে সাইফুল্লাহ বলেন, ‘আমার বড় মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে ফরম নিয়েছি- এটা আমার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে। আমি চাই, আমার সন্তানেরাও যেন ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে অংশ নিতে পারে এবং ডাকসুর গুরুত্ব অনুভব করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ডাকসুর গুরুত্ব পরবর্তী প্রজন্মের মধ্যে জীবন্ত রাখতেই আমি সন্তানদের নিয়ে ফরম তোলার সিদ্ধান্ত নিই। আমি চাই, ছাত্র সংসদ নির্বাচন যেন নিয়মিতভাবে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত থাকে, যাতে আমার ছেলে-মেয়েরাও একদিন নির্ভয়ে এই নির্বাচনে অংশ নিতে পারে।’
সাইফুল্লাহ বলেন, ‘ডাকসু আমাদের কাছে স্বপ্নের মতো। এটা আমরা পেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে- এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। আমি আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
হাজী মুহম্মদ মুহসীন হলের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া এই শিক্ষার্থী সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।