এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সংবলিত গেজেট প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।
জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
এবারের মেধাবৃত্তি দেওয়া হয়েছে সেসব নিয়মিত শিক্ষার্থীদের যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছেন। সাধারণ বৃত্তির ক্ষেত্রে, বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলা থেকে দুজন ছাত্র ও দুজন ছাত্রীকে নির্বাচন করা হয়েছে।
পাশাপাশি মহানগর এলাকার প্রতিটি থানায় এলাকা কোটা অনুসরণ করে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
এই বৃত্তি নিঃসন্দেহে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন