বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে। একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়ারও অভিযোগ আছে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাকিবুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক মেনে নেব।
এদিকে, ডাকসু নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ। তিনি বলেন, ছাত্রদল আচরণবিধি মানছে না। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসন রীতিমতো একটি ছাত্র সংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন