ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তবে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
সহ-সভাপতি (ভিপি) পদে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫,৭০৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির-সমর্থিত এসএম ফরহাদ ১০,৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ছাত্রদল প্যানেলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির-সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন সর্বোচ্চ ১১,৭৭২ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ দ্বিতীয় হয়েছেন ৫,০৬৮ ভোট পেয়ে।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি পদে ৪৫, সাধারণ সম্পাদক পদে ১৯ এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ৩৯,৭৭৫ জন ভোটারের মধ্যে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে।
ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে ডাকসুর প্রতি তাদের আগ্রহ ও প্রত্যাশা।