ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৩১ এএম
সড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো পথে নেমেছেন স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে, এতে করে দুই মহাসড়কেই দেখা দেয় তীব্র যানজট।

বিক্ষোভকারীরা জানাচ্ছেন, নির্বাচন কমিশনের ঘোষিত নতুন গেজেটে ফরিদপুর জেলার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের অংশ ছিল এমন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় এলাকাবাসী অবস্থান নেয়। এতে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহন আটকে যায়। রোদের তাপ থেকে বাঁচতে সড়কের ওপর সামিয়ানা টানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ‘এত মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করব? এলাকাবাসী বলেছে, দাবি পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না। আমরাও অনেকটা অসহায়।’

অন্যদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, ‘বিষয়টি জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত হওয়ায় স্থানীয় প্রশাসনের কিছু করার নেই। আন্দোলনকারীদের স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত সেখান থেকে কোনো নির্দেশনা আসেনি।’

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করে গেজেট বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশের জবাব না পেয়ে গত ৯ সেপ্টেম্বর বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলসহ পাঁচজনের পক্ষে হাইকোর্টে রিট করেন তিনি।

তবে নির্বাচন কমিশন তাদের অবস্থানে অনড়। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগারগাঁওয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আইন অনুযায়ী কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিক্ষোভ করে কোনো লাভ হবে না।’

উল্লেখ, ফরিদপুর-৪ আসন ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত এবং ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ এর অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে ভাঙ্গা উপজেলায়।

এর আগে ৫ সেপ্টেম্বরও দুই দফা সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। প্রশাসনের আশ্বাসে তারা তখন অবরোধ তুলে নিলেও ফল না আসায় আবারও মাঠে নামলেন।