ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি ৪৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাগজে-কলমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর হাতে ছিল ৪২৭ জন সংসদ সদস্য, সঙ্গে ওয়াইএসআরসিপির ১১ ও আরও কয়েকটি ছোট দলের সমর্থন। ফলে রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত ছিল। তবে চূড়ান্ত ফল বিজেপির প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। তারা প্রায় ৪৪০ ভোট আশা করলেও রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২ ভোট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাধাকৃষ্ণনের বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তিনি আমাদের সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করবেন এবং সংসদীয় আলোচনাকে আরও সমৃদ্ধ করবেন।’ পরে মোদি সরাসরি সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান।
পরাজয়ের পর বিবৃতিতে বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি বলেন, ‘আজ সংসদ সদস্যরা উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তাদের রায় দিয়েছেন। আমি এ ফলকে বিনয়ের সঙ্গে মেনে নিচ্ছি। যদিও ফল আমার অনুকূলে নয়, তবে যে বৃহত্তর উদ্দেশ্যে আমরা একসঙ্গে লড়াই করেছি তা অটুট থাকবে। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে আমি শুভকামনা জানাই।’
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানান। সাবেক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখরও শুভেচ্ছা জানিয়ে বলেন, তার অভিজ্ঞতা উপ-রাষ্ট্রপতির পদকে আরও মর্যাদাপূর্ণ করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমাজের তৃণমূল থেকে উঠে আসা আপনার নেতৃত্বগুণ এবং প্রশাসনিক জ্ঞানের গভীরতা আমাদের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় অবদান রাখবে।’
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন। তার বিনয়, সততা, সেবার প্রতি গভীর অঙ্গীকার এবং সাংবিধানিক ও আইনগত বিষয়ে অভিজ্ঞতা নতুন দায়িত্বে তাকে আরও সমৃদ্ধ করবে।’