খাগড়াছড়ির তিনটি প্রধান সড়কে আধাবেলা সড়ক অবরোধ চলছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।
মানিকছড়ির তবলাপাড়ায় সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ অবরোধ আহ্বান করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকায় এবং পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়ে অবরোধকারীরা প্রতিবাদ জানায়। পরে পুলিশ গিয়ে তা অপসারণ করে। এ ছাড়া বিভিন্ন স্থানে চোরাগোপ্তা পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ির তবলাপাড়ায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রামবাসী আটক করে। তাদের ছাড়িয়ে আনতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের দাবি, এ সময় লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।