রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার পরে এ ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।
এতে ভিপি ও এজিএস পদে ৪টি হলেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ৪টি হলের কোনটিতেই এ পদে জয় পায়নি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল।
কমিশন জানিয়েছে, মুন্নুজান হল, তাপসী রাবেয়া হল, রোকেয়া হল ও খাদেলা জিয়া হলে রাকসুর ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছে ২৬৮২ অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর পেয়েছে ৭২০ ভোট।
এই চারটি হলে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ২২৬২ ভোট, অন্যদিকে শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছে ১৪২১।
এছাড়া এজিএস পদে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন ১৪২২ ভোট, ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৮৬৭ ভোট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন