ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি ২১তম দিনে গড়াল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১২:১০ পিএম
ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ছবি- সংগৃহীত

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি ২১তম দিনে গড়িয়েছে। রোববার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষককে সমবেত হতে দেখা যায়।

এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, দেশের প্রাথমিক সমমানের ইবতেদায়ি শিক্ষাকে পেছনে ফেলে রাখার অপচেষ্টা করছে সরকারের একটি মহল।

দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফেরার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার কথা রয়েছে।