বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৫:৩৫ পিএম

রাবি শিক্ষার্থীদের ওপর হামলা: আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৫:৩৫ পিএম

রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের। ছবি- রূপালী বাংলাদেশ

প্রশাসনের আশ্বাসে ৯ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে চলমান অবরোধ প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা তারা এ কর্মসূচি পালন করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে। এ সময় তারা তাদের তিনটি দাবি মেনে নেওয়ার জন্য ৯ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন।

এর আগে গতকাল রাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তিসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে বেলা আড়াইটায় নয় ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার করলে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

তাদের দাবিগুলো হলো: হামলায় জড়িত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা এবং ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার কারণে কাজলা ক্যান্টিন বন্ধ করে দিতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করলে মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে। পুলিশ ফাঁড়ির পাশেই এমন ঘটনা ঘটে, অথচ তারা কোনো ব্যবস্থা নিতে পারে না, এটা অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে, তাই ক্যান্টিনটি বন্ধ করতে হবে। আর ১০ বার ফোন করার পরও রাকসুর ভিপি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তার এমন আচরণে আমরা নিন্দা জানাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করে অপরাধীদের ধরার চেষ্টা করছে। এসব বিষয়ে যথাযথ নিয়ম অনুসরণ করেই কাজ করতে হয়, পুলিশ ভুক্তভোগীদের মামলা নিয়ে তাদের কার্যক্রম চালাবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

এ ছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কাজলা ক্যান্টিন বন্ধ রয়েছে বলে জানান তিনি।

Link copied!