এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে ভুয়া কল ও মেসেজ পাঠিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এক প্রতারক চক্র। এই অভিযোগের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে অধিদপ্তর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র অধিদপ্তরের লোগো ব্যবহার করে এসএসসিসহ অন্যান্য পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করছে। এসব চক্র পরিচয় গোপন রেখে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে বৃত্তির টাকা প্রদানের কথা বলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য আদায় করছে। এর ফলে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অধিদপ্তর জানিয়েছে, বৃত্তির টাকার বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত নম্বরে সরাসরি যোগাযোগ করেন না। তাই অপরিচিত নম্বর থেকে ফোন বা মেসেজ পেলে কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রদান না করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সব পর্যায়ের দায়িত্বশীলদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন